একজন সুস্থ নবজাতকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এ সকল বৈশিষ্ট্য আপনার নবজাতক সন্তানের সাথে মিলে গেলে স্বস্তির শ্বাস নিনঃ
- ৯ মাস ১০ দিন বা ৩৮ – ৪২ সপ্তাহ পর্যন্ত মায়ের গর্ভে থেকে জন্ম গ্রহণ করবে।
- জন্মের সময় ওজন ২৫০০ গ্রাম – ৩৯০০ গ্রাম হবে।
- দৈর্ঘ্য ৪৭ সেঃমিঃ – ৫২ সেঃমিঃ এবং মাথার পরিধি ৩০ সেঃমিঃ – ৩৬ সেঃমিঃ হয়।
- নবজাতকের গায়ের স্বাভাবিক রঙ গোলাপি। তবে অবশ্যই মা-বাবার গায়ের রঙ এর ওপর নির্ভর করে কিছুটা তারতম্য হতে পারে।
- সুস্থ্য নবজাতক হাত-পা গুটিয়ে থাকে এবং মুখ বিকৃতি করে চিৎকার করে।
- সুস্থ্য নবজাতকের মস্তিষ্ক অপরিপক্ক থাকে বলে এরা প্রায় সারাদিনই ঘুমিয়ে থাকে।
- জন্মের পরপরই শিশু দেখতে পারে। চোখ খোলার পর হঠাৎ আলোর ঝলকানিতে সে চোখ বন্ধ করে বা/এবং কেঁদে ওঠে । এতে ভয়ের কারণ নেই।