নবজাতকের যে যে আচরণ বা অভিব্যক্তি দেখে সুস্থতা ও স্বাভাবিকতা ধারণা করা যায়ঃ
- ঠোঁটের ওপর আলতোভাবে আঙ্গুল রাখলে শিশু চুষবার ভঙ্গি করবে।
- শিশুর হাতের তালুতে বা আঙ্গুলের কাছাকাছি কিছু রাখলে, সে সেটা আঙ্গুল দিয়ে চেপে ধরার চেষ্টা করবে। পায়ের আঙ্গুলের কাছে রাখলেও পায়ের আঙ্গুল দিয়ে চেপে ধরতে চাইবে।
- শিশুর সামনে হঠাৎ কোন শব্দ করলে বা তার গায়ে থেকে কাপড় সরিয়ে নিলে শিশু তার দুই পা প্রসারিত করে পরক্ষণেই এমন ভাব করে যেন কাউকে ধরতে চাইছে এবং চিৎকার করে কেঁদে ওঠে।
- শিশুর দুই বগলের নিচে ধরে তাকে দাড়া করতে চেষ্টা করলে সে দাড়াতে চাইবে।