নবজাতক ও শিশুর মল-মুত্র পরিষ্কার করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তা নাহলে শিশুর যৌনাঙ্গে বা মলের স্থানে সংক্রমণ হতে পারে। এই ক্ষেত্রে যা করনীয়ঃ
- মল-মুত্র পরিষ্কারের করার জন্য পরিষ্কার তুলো বা সুতি কাপড় ব্যবহার করা ভালো। তাছাড়া বাজারে বিভিন্ন ব্রান্ডের ভিজা টিস্যু পাওয়া যায়। এগুলো ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যাতে এগুলো অ্যালকোহল যুক্ত না হয়।
- তুলো, সুতি কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে অথবা ভিজা টিস্যু দিয়ে পায়খানা ও প্রস্রাবের জায়গা মুছে দিতে হবে।
- মেয়ে শিশুর যৌনাঙ্গের পাপড়ি পর্যন্ত মল পৌঁছালে, পরিষ্কার আঙ্গুল দিয়ে আলতো করে যৌনাঙ্গের পাপড়ি সরিয়ে দিয়ে ভিজা তুলা, সুতি কাপড় বা ভিজা টিস্যু দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত অংশ মুছিয়ে দিতে হবে। মোছার সময় বেশি চাপাচাপি করা যাবে না। এতে প্রদাহ হতে পারে।
- পরিষ্কার করার পর হাত ভালো করে ধুয়ে নিতে হবে।
- সর্বশেষে যৌনাঙ্গের আশেপাশে ভেজলিন বা অলিভ অয়েল মেখে দেয়া যেতে পারে। পাউডার মাখবেন না, শিশুর চামড়ার ভাঁজে পাউডার জমে সংক্রমণ দেখা দিতে পারে।