প্রস্রাবঃ
- নবজাতক সাধারণত জন্মের ২৪ ঘণ্টার মধ্যে প্রথম প্রস্রাব করে। তবে কোন কোন ক্ষেত্রে স্বাভাবিক ভাবেই ২৪-৩৬ ঘণ্টা দেরি হতে পারে। এক্ষেত্রে নবজাতক মায়ের দুধ খেলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে জন্মের ৩৬ ঘণ্টার মধ্যে নবজাতক প্রস্রাব না করলে অবশ্যই তাকে চিকিৎসক দেখাতে হবে।
- জন্মের পরপরই শিশু কয়েকবার গাঢ় হলুদ রঙের প্রস্রাব করতে পারে। তবে অধিকবার এমন গাঢ় রঙের প্রস্রাব করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পায়খানাঃ
* জন্মের ২৪ ঘণ্টার মধ্যে সাধারণত শিশু পায়খানা করে। যদি শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যে পায়খানা না করে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পায়খানা না হয়ার কারণে যদি পেট ফুলে যায় এবং বার বার বমি হয় তবে দ্রুত হাসপাতালে নিতে হবে।
* প্রথম ২/৩ দিন শিশুর পায়খানা সবুজ ও কালো রঙের এবং বেশ নরম হয়।
বমিঃ
- জন্মের প্রথম কয়েকঘণ্টার মধ্যে শিশু স্বাভাবিক ভাবে ২-৩ বার সাদা শ্লেষ্মা যুক্ত বমি করতে পারে। ২-৩ বার দুধ খাওয়ানোর পর বমি থেমে যায়।
- মাত্রাতিরিক্ত দুধ খাওয়ালে বা পেটে বাতাস ঢুকলেও শিশু পেট ফাপা এবং বমি হতে পারে। এতে শিশু কষ্ট পায়। এজন্য প্রতিবার শিশুকে দুধ খাওয়ানোর পর শিশুকে কাঁধে উপুর করে ঢেকুর তুলতে হবে।
- শিশুর বমি বেশি মাত্রায় এবং সবুজাভ হলুদ বর্ণের হলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।